বাংলাদেশের অব্যাহত উন্নয়নে পাশে থাকবে ব্রিটেন: অ্যালিসন ব্লেইক

আমাদের সময় প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়নে পাশে থাকবে ব্রিটেন। বাংলাদেশের অসাধারণ উন্নয়ন অর্জনের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সাথে কাজের মাধ্যমে আরও কিভাবে সম্পর্ক বাড়ানো যায় এজন্য তার সরকার উদগ্রিব হয়ে আছে।রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে পুরোপুরি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত হতে গেলে আরও অনেক কাজ করতে হবে।পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ও শাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের স্ট্যাটাস অর্জন করেছে এবং যুক্তরাজ্য ইইউ ত্যাগ করেছে। তারপরও দু’দেশের নাগরিকদের জন্য স্থিতিশীল অবস্থা, অগ্রগতি ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য আমরা সহায়তা করে যাবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us