মাদ্রাসা থেকে সফল ফ্রিল্যান্সার মিনহাজ

প্রথম আলো প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১১:১৪

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনীতে গত অক্টোবর মাসে স্থানীয় কয়েকজন ফ্রিল্যান্সারের সঙ্গে কথা হচ্ছিল এই প্রতিবেদকের। মিনহাজ উদ্দীন নামের এক তরুণ এগিয়ে এসে বললেন, ‘মনে আছে আমার কথা? ২০১৭ সালে আপনার সঙ্গে কথা হয়েছিল। ২০১৯ সালে আমার ফ্রিল্যান্সিং কাজ নিয়ে প্রথম আলোতে ছোট একটি খবর প্রকাশিত হয়েছিল। এরপর অনেকটা পথ পাড়ি দিয়েছি।’ 


কথা বলে দেখা গেল, মিনহাজ উদ্দীন অনেকটাই এগিয়ে গেছেন তাঁর পেশায়। মিনহাজ পড়াশোনা করেছেন কওমি মাদ্রাসায়। নিজে তথ্যপ্রযুক্তির ফ্রিল্যান্সার হিসেবে সফলতা পেয়েছেন। দাঁড়িয়েছেন অন্যদের পাশেও। প্রতিষ্ঠা করেছেন ‘আইটি টাচ ইন কওমি মাদ্রাসা’ নামের প্রশিক্ষণকেন্দ্র। মিনহাজ জানান, এ পর্যন্ত মাদ্রাসার প্রায় ৭০০ ছাত্রকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন তিনি। মিনহাজ বলেন, ‘আমার জীবনের বড় পাওয়া—নিজের উপার্জনের অর্থ দিয়ে পবিত্র হজ পালন করে এসেছি।’ নিজে একটি মোটরবাইক কিনেছেন, যাতে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে পারেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us