১০ ডিসেম্বর শনিবার নয়াপল্টনে বিএনপি ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে আবার কি নরক গুলজার হবে? এটি এই মুহূর্তে দেশের, বিশেষ করে ঢাকায় বসবাসরত জনগণের সামনে বড় প্রশ্ন। এরই মধ্যে জাপানসহ ১৫ দেশ ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ১০ ডিসেম্বর জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে এক বাণীতে কিছুটা অযাচিতভাবে বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিয়েছেন আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সমাবেশের অধিকারের কথা মনে করিয়ে দিয়েছেন। এটি বলার অপেক্ষা রাখে না, এসব বক্তব্য বা বিবৃতি বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই করা হয়েছে।