কেউ যদি মনে করে মার্ক জাকারবার্গ ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রেখেছেন, কিন্তু এর বিকাশের জন্য কোনো নতুন চিন্তা করেননি তাহলে ভুল করবেন। চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে ত্রিমাত্রিক অ্যাভাটার নিয়ে আসার পর এবার হোয়াটসঅ্যাপেও কাস্টমাইজযোগ্য অ্যাভাটার তৈরির সুবিধা সংযুক্ত হলো। কয়েক মাস আগে মেটার বেটা চ্যানেলে হোয়াটসঅ্যাপে অ্যাভাটার চালু করা হয়। খবর গিজচায়না।
যে কেউ হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ত্রিমাত্রিক অ্যাভাটার বা চেহারার আদলে ছবি ও ইমোজি যুক্ত করতে পারবে। বুধবার (৭ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।