সেঙগেন এলাকায় যুক্ত হচ্ছে ক্রোয়েশিয়া

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ২০:৪১

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা শুধু ক্রোয়েশিয়াকে ২০২৩ সালের জানুয়ারি মাসে সেঙগেন চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। ঐকমত্যের অভাবে বুলগেরিয়া ও রোমানিয়া আপাতত এই কাঠামোর বাইরে থাকছে। তবে ছয় মাস পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। চলতি সপ্তাহে ইউরোপের প্রাতিষ্ঠানিক সীমানার প্রশ্নে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে।


বলকান অঞ্চলের পশ্চিমের দেশগুলোর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রশ্নে সামান্য হলেও কিছু সাফল্য দেখা গেছে। সেই প্রক্রিয়া তরান্বিত করতে সদিচ্ছা প্রকাশ করেছেন শীর্ষ নেতারা। আয়ারল্যান্ড ও সাইপ্রাস ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সব ‘আদি’ সদস্যই ২৬ সদস্যের সেঙগেন চুক্তির আওতায় পড়ে। এ ছাড়া নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন ইইউ সদস্য না হয়েও এই কাঠামোয় যোগদান করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us