‘দ্য ওয়েল ফিনিশার’ শেখ হাসিনার বহুমুখী লড়াই

বাংলা ট্রিবিউন হায়দার মোহাম্মদ জিতু প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:১৯

শ্রীপান্থের নিরীক্ষাধর্মী রচনা ‘ঠগী’ উপমহাদেশীয় সংস্কৃতিতে একশ্রেণির ডাকাত দলের জীবন-সাইকেল। কেস স্টাডিসম্পন্ন এই রচনায় দেখা যায়, বর্বরভাবে মানুষ খুন করে তার সমাধিস্থলের ওপরই সাবলীলভাবে খাবার আয়োজন ও গ্রহণ করতে। এর কারণ, এতে ওই স্থানের মাটির যেমন শক্ত হয় তেমনি কেউ ধারণাই করতে পারে না যে সেখানে কেউ শায়িত থাকতে পারে। এ ধরনের কৃতকর্ম স্বাভাবিক নিয়মে বর্বর ঠাওর হলেও ‘ঠগী’ সম্প্রদায়ের কাছে তা ছিল উপার্জন ও জীবিকার উৎস।


মানুষ হত্যাকে নিজেদের জীবিকা কিংবা ক্ষমতা হরণের উপাদেয় হিসেবে গ্রহণকারী একালের প্ল্যাটফর্ম বিএনপি-জামায়াত। শুধু ক্ষমতা হরণের জন্য আগুন সন্ত্রাসের মাধ্যমে খুন, হত্যার বীভৎস ট্র্যাজেডি মঞ্চস্থ করেছিল এরা। বিস্ময়কর হলো, ঠগী সম্প্রদায় যেমন লুট, হত্যাকে সাবলীল ও জীবিকা হিসেবে নিয়েছিলেন ঠিক তেমনি বিএনপি-জামায়াত করেছে! ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একযোগে যে পেট্রোলবোমার হত্যালীলা চালায় তা তা-ই প্রমাণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us