চলমার যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য ইউক্রেনকে গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করছে পশ্চিমা বিশ্বের অনেক দেশ। এসব দেশের খালি হয়ে যাওয়া গোলাবারুদের ভান্ডার আবার পূর্ণ হতে ১০-১৫ বছর সময় লেগে যেতে পারে। খবর আল জাজিরা'র।
চেক রিপাবলিকের অন্যতম বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান চেকোস্লোভাক গ্রুপের মালিকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যমটি।
প্রতিষ্ঠানটির মালিক মিকাল স্ত্রনাদ বলেন, গোলাবারুদের সরবরাহ এখন চলমান থাকলেও ইউক্রেন বাহিনী ঘাটতির মুখে পড়ছে। কারণ বিভিন্ন দাতা দেশ নিজেদের উৎপাদন সক্ষমতায় সীমাবদ্ধতার কারণে সরবারের পরিমাণ আগের চেয়ে কমিয়ে দিয়েছে।