ঠান্ডাজনিত রোগে দুই মাসে ৩২৮ শিশুর মৃত্যু

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৪০

রাজধানীতে এখনো শীত শুরু হয়নি। তবে ঢাকার বাইরের জেলাগুলোতে বেশ ঠান্ডা পড়েছে। যার প্রভাব পড়ছে নবজাতক ও শিশুদের ওপর। গত দুই মাসে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে সরকারি হাসপাতালগুলোতে ৩২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে। আর ঠান্ডার সময় শিশুদের দিকে বাড়তি নজর দিতে পরামর্শ দিয়েছেন শিশুবিশেষজ্ঞরা।  


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে গত অক্টোবর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় অর্ধলক্ষ শিশু সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চলতি ডিসেম্বরের মাসের প্রথম চার দিনেই ভর্তি হয়েছে প্রায় ১৮ হাজার শিশু রোগী। আর অক্টোবরে ১৩ হাজার ৩৪৫ জন এবং নভেম্বরে ১৭ হাজার ৫২ জন।


অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি সাড়ে ১০ হাজার রোগী চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৫ হাজার রোগী সিলেট বিভাগে। সবচেয়ে কম খুলনা বিভাগে। এসব শিশুর মধ্যে মারা গেছে ৩২৮। এর মধ্যে অক্টোবরে ১৪৩ জন এবং নভেম্বরে ১৭৬ জন। আর গত রোববার পর্যন্ত এ মাসে মারা গেছে ৯ জন। সবচেয়ে বেশি ৯৭ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে।


ঢাকা শিশু হাসপাতালে গতকাল সোমবার সরেজমিনে জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশই শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াজনিত। প্রতিদিন হাজারের বেশি রোগী আসছে ঢাকার বিভিন্ন এলাকা থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us