১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনে করার বিষয়ে এখনো অনড় বলছে বিএনপি। এই সমাবেশ উপলক্ষে দলের পক্ষ থেকে যেসব লিফলেট বিতরণ করা হচ্ছে, তাতে সমাবেশ কোথায় হবে, তা উল্লেখ নেই।
সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। গণসমাবেশ প্রস্তুতি প্রচার উপকমিটির উদ্যোগে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।