শীত পড়ল মানেই অনেকের স্নানঘরে খিল। বড়দের জন্য শীত কাল যেমন তেমন। কিন্তু শিশুদের তো ইচ্ছে থাকলেও খিল দেওয়ার উপায় নেই। বার বার খাওয়া এবং জামা ভিজিয়ে ফেলার পর শিশুদের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই শীতেও জোর করে স্নান করাতে বাধ্য হন মায়েরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন প্রতি দিন স্নান না করিয়েও বাচ্চা পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। তার জন্য জানা দরকার কয়েকটি জরুরি কথা।
শীতকালে বাচ্চাদের ত্বক ভাল রাখতে কী কী করবেন?
১) উষ্ণ জলে গা-মোছা
শীতকালে সদ্যোজাতদের যে প্রতিদিন স্নান করাতেই হবে, এমনটা কিন্তু একেবারেই নয়। পরিচ্ছন্নতা বজায় রাখতে গেলে যেটুকু প্রয়োজন ওইটুকুই যথেষ্ট। শিশুদের এমনিতেই বেশি ঘাম হয় না তাই খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। প্রতি বার খাওয়ানোর পর, গরম জলে পরিষ্কার কাপড় ভিজিয়ে মুছে নেওয়াই বাঞ্ছনীয়। স্নান যদি করাতেই হয়, তবে একদিন অন্তর উষ্ণ জলে।