ধীরে নামছে হাওরাঞ্চলের পানি, বোরো চাষে শঙ্কা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:০৯

নেত্রকোনার হাওরাঞ্চলে কমতে শুরু করেছে পানি। তবে পানি নামার গতি খুবই ধীর। ধীরগতিতে পানি কমার কারণে বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকরা। এতে বোরো আবাদের চাষাবাদ দেরিতে শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


তবে, পানি নামতে দেরি হলেও হাওরে ফসলরক্ষা বাঁধের জন্য পিআইসি গঠন করা হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


হাওরপাড়ের কৃষকরা জানান, হাওরপাড়ের মানুষের একমাত্র ফসল বোরো। এর ওপর কৃষকদের সারা বছরের সংসার খরচ, চিকিৎসা, আচার-অনুষ্ঠান ও সন্তানদের পড়ালেখা নির্ভর করে। কিন্তু এবার পানি নামার ধীরগতির কারণে এখনো বীজতলা তৈরি করা যাচ্ছে না। অন্য বছর নভেম্বরের শেষ দিকে বীজতলা তৈরি করে বপন করা যেতো। ডিসেম্বরের শেষের দিকে জমিতে চারা রোপণ শুরু হয়। কিন্তু এ বছর দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us