বিপুল খরচে নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৩:২৫

বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে ইরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।


এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণ শুরু করেছে বলে দেশটির পরমাণু শক্তি সংস্থা শনিবার জানিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে নতুন পরমাণু কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।


ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মুহাম্মদ ইসলামি খুজেস্তানের দারখোভিন জেলায় ৩০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ শুরুর কথা টেলিভিশনে দেওয়া বক্তৃতায় জানিয়েছেন।


তিনি আরো বলেন, এটি নির্মাণে সাত বছর সময় লাগবে। এতে ১৫০ কোটি মার্কিন ডলার থেকে ২০০ কোটি মার্কিন ডলার খরচ হবে।  


বিদ্যুৎ কেন্দ্রটি ‘প্রথমে একটি ফরাসি কম্পানির মাধ্যমে নির্মাণ করার কথা ছিল’, কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সংস্থাটি তার ‘প্রতিশ্রুতি’ থেকে পিছিয়ে যায়। পরবর্তীতে, নিষেধাজ্ঞার কারণে অন্যান্য দেশও ইরানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক এড়িয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us