সন্তানের জন্য মায়ের অপেক্ষা সব সময়ই থাকে। আর সেই অপেক্ষার সত্য ঘটনা অবলম্বনে ‘ওমর ফারুকের মা’ সিনেমায় দেখা যাবে। এভাবেই বলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম এই সিনেমায় মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। আমি চাই সরকার এমন ইতিহাসের গল্প নিয়ে আরও সিনেমা বানাবে।
শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনের সেমিনার হলে প্রিমিয়ার হয়ে গেল সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন মাসুম রেজা।