ইন্ট্রোভার্টদের জন্য উপযোগী ৮ পেশা

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ২১:৫১

অনলাইন, অফলাইন– সবদিকে কাজের ক্ষেত্রেই যেন এক্সট্রোভার্ট (বহির্মুখী) বা চটপটে স্বভাবের মানুষদের বেশি চোখে পড়ে। যোগাযোগের দক্ষতায় সিদ্ধহস্ত হওয়াই বোধহয় এর প্রধান কারণ। একই কারণে কোথাও না কোথাও পিছিয়ে থাকেন ইন্ট্রোভার্ট (অন্তর্মুখী) বা সহজ কথায় মুখচোরা স্বভাবের মানুষ। 


তবে নিজের দক্ষতাগুলোকে সঠিক পথে প্রবাহিত করলে ইন্ট্রোভার্ট ব্যক্তিদের জন্যও অত্যন্ত সফল ক্যারিয়ারের সুযোগ রয়েছে। এমন ৮টি পেশা নিয়েই এ লেখায় আলোচনা করা হবে, যা কি না ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষের জন্য অপেক্ষাকৃত বেশি মানানসই। 


সফটওয়্যার ডেভেলপার
ইন্ট্রোভার্ট মানুষেরা নিজেদের সমস্যা সমাধানের দক্ষতাকে কাজে লাগাতে বিভিন্ন জটিল কাজের চর্চা করেন। নিজের প্রোগ্রামিং দক্ষতাকে কাজে লাগিয়ে কোডিং, টেস্টিংসহ বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রাম চালু করার কাজগুলো করার জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটি তাদের জন্য মানানসই হতে পারে। এ সংক্রান্ত ক্যারিয়ারে বেশ সুযোগ-সুবিধাও রয়েছে। পেস্কেল ওয়েবসাইটের মতে, একজন সফটওয়্যার ডেভেলপার প্রতি বছর গড়ে ৮৯ হাজার মার্কিন ডলার আয় করতে পারেন। 


ফ্রিল্যান্স লেখক
ইন্ট্রোভার্ট ব্যক্তিদের যোগাযোগ দক্ষতা যেমনই হোক, তারা সবচেয়ে ভালোভাবে বোধহয় নিজেদের প্রকাশ করতে পারে লেখার মাধ্যমে। আর এই লেখালেখির চর্চাকে যদি পেশায় রূপ দেওয়া যায়, তাহলে অন্য অনুপযোগী কর্মক্ষেত্রে ঝক্কি পোহাতে হবে না। ফ্রিল্যান্স লেখকদের মধ্যে ইন্ট্রোভার্ট স্বভাবের সেইসব ব্যক্তি ভালো করতে পারবেন, যাদের গবেষণা ও লেখালেখির মতো সৃজনশীল দক্ষতা রয়েছে। ইন্ট্রোভার্ট ব্যক্তিদের যোগাযোগ দক্ষতা যেমনই হোক, তারা সবচেয়ে ভালোভাবে বোধহয় নিজেদের প্রকাশ করতে পারে লেখার মাধ্যমে। আর এই লেখালেখির চর্চাকে যদি পেশায় রূপ দেওয়া যায়, তাহলে অন্য অনুপযোগী কর্মক্ষেত্রে ঝক্কি পোহাতে হবে না। ফ্রিল্যান্স লেখকদের মধ্যে ইন্ট্রোভার্ট স্বভাবের সেইসব ব্যক্তি ভালো করতে পারবেন, যাদের গবেষণা ও লেখালেখির মতো সৃজনশীল দক্ষতা রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us