বিশ্বকাপ থেকে ফিরেই ইডির জেরার মুখে নোরা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ২১:১২

অর্থপাচার মামলায় ফের ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচারের মামলায় নোরাকে গতকাল শুক্রবার ৫ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে ইডি। 


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগেই কাতার ফিফা বিশ্বকাপে পারফরম্যান্স করে ভারতে ফেরেন নোরা। দেশে ফিরেই ইডি থেকে ডাক পড়ে নায়িকার। তাই গতকাল দিল্লিতে ইডির কার্যালয়ে হাজির হয়েছিলেন নোরা। 


কিছুদিন আগেই এই মামলার আরেক অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। একই মামলায় আগেও নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি। গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে। 


এর আগেও গত বছরের ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি। সে সময় তিনি বলেছিলেন, লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাঁকে গুচি ব্র‍্যান্ডের একটি হ্যান্ডব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us