You have reached your daily news limit

Please log in to continue


এক সময় দর্শক সমাগমে ছিলো মুখর, এখন সুনসান নীরবতা

করানোকালে বন্ধ হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের দুটি স্বনামধন্য সিনেমা হল আলমাস ও দিনার। মহামারী চলে গেলেও এই হলগুলো আর খোলেনি।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে দুটি হল। প্রবেশদ্বারে জমে গেছে ধুলো ময়লা, বিস্তার করেছে মাকড়সার জাল। হল চত্বরে রাখা আছে ভ্যান, রিক্সা।

হলটির প্রবেশপথের চা বিক্রেতা মো. সোহাইল বলেন, সর্বশেষ আয়নাবাজি ও পাসওয়ার্ড রিলিজে দর্শকের লম্বা লাইন দেখা গিয়েছিল। কোভিডের আগে সর্বশেষ আলমাসে চলেছিল ‘বীর’।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এক সময় শত শত দর্শকের পদচারণায় মুখর থাকলেও এখন সুনসান নীরবতা। হলটি খুলবে কিনা জানা নেই! তিনি জানান, হল বন্ধ থাকার প্রভাব আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও কিছুটা পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন