বিএনপি কি ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করার চেষ্টা করবে? যদি তা করে তাহলে নগরীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের সংঘাত-সংঘর্ষ বাধবে। পুলিশ শক্তি প্রদর্শন করবে।
বিএনপির সমাবেশে আগেভাগে আসা ব্যক্তিরা ছত্রভঙ্গ হবে। হতাহতের ঘটনা ঘটাও অস্বাভাবিক নয়।
দমানুষের সব জল্পনা, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা এখন ১০ ডিসেম্বরের ঢাকা নিয়ে। ১০ ডিসেম্বর কী ঘটবে ঢাকায়! কী ঘটতে পারে! আদৌ কিছু কি ঘটবে?
বিএনপি কি নয়াপল্টনে সমাবেশ করতে পারবে? পুলিশ তথা সরকার কি তা করতে দেবে? না হলে তাদের পক্ষে কি পুলিশের শর্তের বেড়াজালের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা সম্ভব হবে? সেটা কি তারা করবে? নাকি শেষ পর্যন্ত বিএনপির সমাবেশই ভণ্ডুল হয়ে যাবে? তা যদি হয়, কী হবে তার পরবর্তী প্রতিক্রিয়া!