পুলিশের দায়িত্বে সশস্ত্র রোবট

দেশ রূপান্তর প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৯:০২

সমরাস্ত্র-সামরিক শক্তিতে বলীয়ান যুক্তরাষ্ট্রে দিন দিন বাড়ছে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি। ছোট-বড় আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি, প্রযুক্তিনির্ভর নানা হামলার ছক নিরাপত্তা ব্যবস্থাকে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। অপরাধ পরিস্থিতি হচ্ছে জটিল, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাণহানির ঝুঁকিও বাড়ছে। তাই নিরাপত্তা পরিস্থিতি কখনো খুব জটিল হয়ে উঠলে পুলিশ সদস্যদের বদলে সশস্ত্র রোবটকে অভিযানে নামাতে চাইছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ। শুনে উদ্বেগ জাগলেও এই রোবটকে বলা হচ্ছে ‘কিলার রোবট’ সোজা বাংলায় হত্যাকারী রোবট। সম্প্রতি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইজার্স শহরের পুলিশকে হত্যাকারী রোবট ব্যবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপের ফলে চরম বিপজ্জনক যেকোনো পরিস্থিতিতে বিস্ফোরকবাহী বা বিস্ফোরক দিয়ে সজ্জিত রোবট ব্যবহার করতে পারবে সান ফ্রান্সিসকো শহরের পুলিশ। এই খবরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সমালোচনা।


এসব মনুষ্যবিহীন কৃত্রিম চিন্তার খুনে রোবটকে ঠেকাতে রীতিমতো আন্দোলনে নেমে গেছে যুক্তরাষ্ট্রের ‘স্টপ কিলার রোবটস গ্রুপ’ নামের একটি গোষ্ঠী। এ গ্রুপের একজন ডক্টর ক্যাথরিন কনোলি বলেছেন, মানুষকে হত্যার শিকার হওয়া থেকে দূরে রাখতে এই ধরনের পদক্ষেপ একটি দুর্বল পন্থা। সান ফ্রান্সিসকো শহরের পুলিশ এসএফপিডি অবশ্য  বলছে, তারা বর্তমানে প্রাণঘাতী উপাদানে সজ্জিত কোনো রোবট পরিচালনা করে না। তবে তারা বলছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি দেখা যেতে পারে যেখানে রোবটে প্রাণঘাতী শক্তি বা উপাদান ব্যবহার করা হতে পারে। পুলিশের একজন মুখপাত্র বলছেন ‘সহিংস, সশস্ত্র বা বিপজ্জনক পরিস্থিতিতে রোবটগুলো বিস্ফোরক দিয়ে সজ্জিত করার সম্ভাবনা আছে। বিশেষ করে এই ধরনের রোবটগুলো জনজীবনের ঝুঁকি সৃষ্টিকারী সহিংস-বিপজ্জনক সন্দেহভাজন ব্যক্তিদের আক্রমণ নস্যাৎ করতে কাজে লাগবে।’ পক্ষে-বিপক্ষে এই আলোচনার মধ্যেই গত মঙ্গলবার একটি সংশোধনীর পর এই সংক্রান্ত পদক্ষেপটি পাস হয়। তবে অনুমোদনের শর্তে উল্লেখ করা হয়েছে, উত্তেজনা প্রশমনের অন্য কোনো উপায় না থাকলেই কেবল এই ধরনের রোবট ব্যবহার করতে পারবেন বাছাই করা সুনির্দিষ্টসংখ্যক পুলিশ কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us