বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি পালনের সময় নানা বাধা অতিক্রম করতে হয়েছে বিএনপিকে। আগামীকাল শনিবার রাজশাহীতে একই কর্মসূচি পালনের আগেও বাধার মুখে পড়ছে দলটি। এরপর ঢাকার গণসমাবেশ হবে। ইতিমধ্যে গণসমাবেশের স্থান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি সরকার ও ক্ষমতাসীন দলের কাছ থেকে হামলা, বাধা, নতুন ও পুরনো মামলায় ধরপাকড়ের মতো নানামুখী বাধার মুখে পড়ছে। সম্প্রতি এ চাপ আরও বেড়েছে ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে।
বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা এমন পরিস্থিতি তুলে ধরে দেশ রূপান্তরকে বলেছেন, ভয় থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা নানা হুমকিধমকি দিচ্ছেন। অতীতের মতো ‘গায়েবি’ মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করছে। এ ছাড়া নিজেরা গণপরিবহনে পেট্রোল বোমা হামলা করে মানুষ মেরে তার দায় বিএনপির ওপর চাপাতে চায়। কিন্তু শত উসকানির মুখে বিএনপি বিগত সমাবেশগুলোর মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাবে। সরকারের পাতানো ফাঁদে পা দেবে না।