ইসরাইলকে সহযোগিতা করার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
বুধবার ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা এবং অপহরণ করার অভিযোগে চারজনকে ইরানের বিচার বিভাগ মৃত্যুদণ্ড দিয়েছেন।