দেশে লিংকডইনের সেবা দেবে ইজেনারেশন

সমকাল প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১৬:৫৫

সামাজিক যোগাযোগনির্ভর পেশাজীবীদের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনের বিভিন্ন বাণিজ্যিক সেবা দেবে সফটওয়্যার সল্যুশন কোম্পানি ইজেনারেশন। লিংকডইনের ট্যালেন্ট সল্যুশন এবং লার্নিং সেবা প্রদানে দেশের প্রথম কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটির পার্টনার (অংশীদার) নিযুক্ত হয়েছে ইজেনারেশন। সম্প্রতি এ নিয়ে উভয় প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়। এ সম্পর্কে ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, এ অংশীদারিত্বের মাধ্যমে দেশে লিংকডইনের প্রিমিয়াম সেবা প্রতিযোগিতামূলক বাজারমূল্যে সহজে ও বিস্তৃতভাবে পাওয়া যাবে।


দেশে লিংকডইনের ৩৬০ ডিগ্রি সল্যুশন যেমন লিংকডইন জবস, লিংকডইন ট্যালেন্ট ইনসাইট, লিংকডইন ক্যারিয়ার পেজেস, লিংকডইন রিক্রুটার এবং লিংকডইন লার্নিং সেবা পাবেন। লিংকডইনের চ্যানেল পার্টনার লিড (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) রিশাব শেঠি বলেন, আমাদের লিংকডইন ট্যালেন্ট সল্যুশন ব্যবসায় সম্প্রসারণে বাংলাদেশের প্রথম পার্টনার হিসেবে ইজেনারেশনকে যুক্ত করেছি। আশা করছি, গ্রাহকরা আরও ভালো সেবা পাবেন। বর্তমানে মাইক্রোসফটের মালিকানাধীন এ প্ল্যাটফর্মটিতে ৭৫ কোটির অধিক ব্যবহারকারী রয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us