জাহাজভাঙায় আবারও শীর্ষে এসেছে বাংলাদেশের নাম। জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য সংস্থা (আঙ্কটাড)-এর এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অর্ধেকেরও বেশি জাহাজ বাংলাদেশে ভাঙা হয়ে থাকে।
২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ১২ মাসে বিশ্বে জাহাজ ভাঙা শিল্পের ৫২ দশমিক ৪ শতাংশ বা ৮.০২ মিলিয়ন টন জাহাজ বাংলাদেশে ভাঙা হয়েছে। ২৯ নভেম্বর প্রকাশিত 'রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০২২' প্রতিবেদন অনুসারে এর মধ্যে ৫৭ শতাংশ ছিল তেলের ট্যাঙ্কার, ২৫ শতাংশ বাল্ক ক্যারিয়ার ও ৯ শতাংশ তরলীকৃত গ্যাস ক্যারিয়ার।
গত বছরের একই সময়ে বিশ্বের প্রায় ৫৪ শতাংশ তেলের ট্যাঙ্কার, ১৮ দশমিক ৪ শতাংশ বাল্ক ক্যারিয়ার এবং প্রায় ৫ শতাংশ তরলীকৃত গ্যাসের ক্যারিয়ার বাংলাদেশে ভাঙা হয়।