টোকিওতে বসবাস করছেন চীনা ধনকুবের জ্যাক মা

বণিক বার্তা প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১৪:২৯

২০২০ সালে নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন চীনা বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। এরপরই প্রতিষ্ঠানটির ওপর নেমে আসে নিয়ন্ত্রকদের খড়গ। সেসময় থেকেই লোকচক্ষুর অন্তরালে চলে যান একসময় চীনের শীর্ষ এ ধনী। এর মধ্যে কয়েকবার তাকে ভিডিওবার্তায় দেখা গেলেও তার অবস্থান জানা যায়নি। এখন জানা গেল নতুন খবর।


ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে পরিবারের সদস্যদের নিয়ে জাপানের টোকিওতে বসবাস করছেন জ্যাক মা। সেখানে তিনি অনেকটা নিভৃত জীবনযাপন করছেন। খুব বেশি প্রকাশ্যে দেখা না গেলেও তিনি মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভ্রমণ করেন। পাশাপাশি তিনি জাপানের গ্রামাঞ্চলে পরিবার নিয়ে ঘুরে বেড়ান। সেখান থেকেই নিজের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন ইংরেজির শিক্ষক থেকে বিলিয়নেয়ার বনে যাওয়া জ্যাক মা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us