মার্কিন সিনেটে সমকামী বিয়ে সুরক্ষা বিল পাস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১০:১৭

যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে সমকামী বিয়ের বৈধতা দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এমন উদ্বেগের জেরে অবশেষে মঙ্গলবার (২৯ নভেম্বর) সমকামী বিয়ের ফেডারেল স্বীকৃতিকে রক্ষা করতে সিনেটে পাস হলো সমকামী বিয়ে সুরক্ষা বিল।


সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, ‘এই বিলটি পাশ করার মাধ্যমে, সিনেট একটি বার্তা পাঠাচ্ছে যা প্রতিটি আমেরিকানকে শুনতে হবে, আপনি যেই হোন বা যে কাউকে ভালোবাসেন না কেন, আপনিও আইনের অধীনে মর্যাদা এবং সমান পাওয়ার যোগ্য।’


বিলটি পাসের জন্য ৬০টি ভোটের প্রয়োজন হয়। তবে ৬১-৩৬ ভোটে এই বিল পাস হয়েছে। সিনেটে ১২ জন রিপাবলিকান ও ৪৯ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ভোটাভুটিতে অংশ নেন। একজন ডেমোক্র্যাট সদস্য জর্জিয়ার রাফেল ওয়ারনক ও দুইজন রিপাবলিকান সিনেটর অনুপস্থিত ছিলেন।


এই বিলটি বছরের শুরুর দিকে প্রতিনিধি পরিষদে ৪৭ জন রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের সমর্থনে পাস হয়। বিলটিতে স্বাক্ষর করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানোর আগে হাউজকে সিনেটের অনুমোদন নিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us