৩০ দিনের ছুটি নিয়ে ডাক্তার সাড়ে তিন মাস আমেরিকায়

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৫৩

ব্যক্তিগত কাজে ৩০ দিনের অর্জিত ছুটি নিয়ে গোপনে সাড়ে তিন মাস ধরে আমেরিকায় অবস্থান করছেন গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. পারভেজ হোসেন। অভিযোগ উঠেছে, গত ১ অক্টোবর ৩০ দিনের ছুটি শুরু হলেও তিনি আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছেন গত ১৩ আগস্ট।


ডা. পারভেজ একাধারে ১১ বছর ধরে  টঙ্গীর ওই হাসপাতালে কর্মরত। এর মধ্যে সাত বছর ধরে আঁকড়ে আছেন আরএমওর পদ। টঙ্গীর পুবাইলের বসুগাঁও এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত থাকায় হাসপাতালে তাঁর রয়েছে একচ্ছত্র প্রভাব।


ডা. পারভেজের আত্মীয় সূত্রে জানা গেছে, মেডিক্যাল অফিসার ডা. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্ব দিয়ে দুবাই হয়ে গত ১৪ আগস্ট আমেরিকার নিউ ইয়র্ক পৌঁছান ডা. পারভেজ। সেখানে নাগরিকত্বের চেষ্টার পাশাপাশি তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এমডি ডিগ্রি করছেন।


হাসপাতালের একাধিক চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জানান, ডা. পারভেজ প্রতিবছরই অর্জিত ছুটির নাম করে আমেরিকায় গিয়ে তিন থেকে চার মাস থাকেন। দেশে ফিরে চিকিৎসার কথা বলে সনদ দিয়ে ডিজি অফিস থেকে ছুটি মঞ্জুর করিয়ে নেন।


গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) হাসপাতালে গিয়ে ডা. পারভেজের কক্ষটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের প্রধান সহকারী ফজলুর রহমান সরদার বলেন, ‘পারভেজ স্যার ৩০ দিনের ছুটিতে আছেন। ১৪ আগস্ট থেকে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মাসুদ। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us