"আমার বাবা মারা যান ২০০৯ সালে। তিনিই বলে গিয়েছিলেন যে আমাদের মা থাকেন পাকিস্তানের করাচি শহরে, আর আমাদের জন্মও হয়েছিল করাচিতেই। "
"বাবা আরো বলেছিলেন - যদি পারো তোমরা অবশ্যই তোমাদের আসল মা-কে খুঁজে বের করো।"
বলছিলেন উম্মি মুরসালিনা - এখন ডেনমার্কের বাসিন্দা। তার আগে তিনি থাকতেন বাংলাদেশে তার বাবার সাথে।
তিনি আর তার ছোট বোন উম্মি তসলিমা যখন একেবারেই শিশু - তখন অত্যন্ত বেদনাদায়ক এক পরিস্থিতিতে তারা তাদের মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন।
তখন মুরসালিনার বয়স চার, তসলিমার দুই। উম্মি তসলিমা এখন বাংলাদেশেই থাকেন।
বাবার মুখে মায়ের হারিয়ে যাবার এই গল্প শোনার আগে তারা কিছুই জানতেন না যে তাদের মা কে, বা তিনি কোথায় আছেন ।
তবে শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমের কল্যাণে এ বছরের অক্টোবর মাসে এই দুই বোন তাদের সেই হারানো মায়ের সাথে যোগাযোগ করতে পেরেছেন।
পুরোনো একটি ফটো
বাবা মারা যাবার পর দুই বোন তাদের খালার কাছ থেকে পেয়েছিলেন তাদের শিশু বয়সের একটি ফটো - যাতে তাদের মা-কেও দেখা যাচ্ছে।
"তখন থেকেই আমরা চাইছিলাম কীভাবে মা-কে খুঁজে বের করবো, কীভাবে তার স্পর্শ পাবো, তাকে আদরযত্ন করবো।"
কিন্তু অনেক বছর পর্যন্ত তারা জানতেও পারেননি যে তাদের মা আদৌ জীবিত আছেন কিনা।
উম্মি তসলিমা বলছিলেন, তাদের জন্য এটা ছিল এক গভীর দুঃখের ব্যাপার যে শৈশব থেকেই তারা মায়ের স্নেহস্পর্শ থেকে বঞ্চিত ছিলেন। তাদের মা-ও তার দুই মেয়ের কথা মনে হলেই চোখের পানি ফেলতেন।
"কিন্তু এখন আমরা নিজেরাই দাদী-নানী হয়েছি। আমরা বুঝি যে সন্তান হারানোটা একজন মায়ের জন্য কতটা বেদনার। তাই এখন আমাদের একটা সুযোগ পাওয়া উচিত যাতে আমরা মা কে দেখতে পারি, তার সাথে কিচুটা সময় কাটাতে পারি। "