মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিতে জিততে না পারলে বিদায়ই নিতে হতো আর্জেন্টিনাকে। প্রথমার্ধ মেক্সিকো যেভাবে খেলেছিলো, তাতে তো খোদ আর্জেন্টাইনরাও দ্বীধা-সংশয়ে পড়ে গিয়েছিলো। কিন্তু দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা খেলায় ফিরে আসে এবং মেসি ম্যাজিকে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। যেখানে ছিল মেসির দুর্দান্ত একটি গোল।
মেসির গোলের সময়ই পুরো আর্জেন্টিনা শিবির বুনো উল্লাসে মেতে ওঠে। যেন দীর্ঘ সময় চেপে ধরে রাখা নিঃশ্বাস ছাড়তে পেরে প্রাণ ফিরে পেয়েছিলো আর্জেন্টিনা। ম্যাচ শেষেও নিজেদের ড্রেসিং রুমে নেচে-গেয়ে মেসিদের উল্লাসের ছবি এবং ভিডিও ছড়িয়েছিল সংবাদ মাধ্যমে। তবে, এবার মেসিদের সেই উল্লাসের একটি বিষয়কে সামনে এনে রীতিমত হুমকি দিয়েছেন মেক্সিকান বক্সার সাউল ক্যানেলো আলভারেজ। মেক্সিকান বক্সারের দাবি, নেচে-গেয়ে আনন্দ করার সময় মেক্সিকোর জার্সি এবং পতাকাকে অবমাননা করেছেন মেসি এবং তা করে তিনি অপরাধ করে ফেলেছেন।