ছয় বছরেও কমিটি কমিটি গঠন হয়নি ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের। দীর্ঘদিন কমিটি না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে জাতীয় রাজনীতিবিদের মধ্যে অনেকের রাজনীতির হাতেখড়ি হয়েছিল ঢাকা কলেজ থেকে। এছাড়াও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ভূমিকা রাখতেও দেখা যায় ঢাকা কলেজ ছাত্রলীগকে। তবে এত ত্যাগ-তিতিক্ষার পরও বরাবরই বঞ্চিত হয়েছেন এখানকার নেতাকর্মীরা। এই ইউনিটের কমিটি গঠনে বরাবরই পিছু হটেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত দুই যুগে ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি হয়েছে মাত্র চারটি। এর মধ্যে একটি আবার আহ্বায়ক কমিটি।
এদিকে দীর্ঘদিন কমিটি না হওয়ায় শিক্ষার্থীরা যেমন রাজনীতিবিমুখ হচ্ছেন, তেমনিভাবে হতাশায় ভুগছেন বর্তমানে কলেজ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত অনেকেই৷
তাদের ভাষ্য, এভাবে চলতে থাকলে শিগগিরই ঢাকা কলেজে ছাত্রলীগের অবস্থান হারাতে হবে। তৈরি হবে প্রবল সংকটের। আর ছাত্রলীগ অস্তিত্ব হারালে সেখানে শুরু হবে স্বাধীনতা বিরোধীদের কার্যক্রম। কমিটি ছাড়া এমন ছন্নছাড়া চলাফেরায় নতুন করে আর কোনো শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্তও হবে না।