কাতার বিশ্বকাপ ফুটবলের এক সপ্তাহ কেটে গেছে। নিজেদের দল না খেললেও পুরো দেশ এখন বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেতেছেন ফুটবল নিয়ে।
প্রিয় দলের পতাকা তোলা, জার্সি পরার ধুম লেগেছে। কে কত বড় পতাকা তুলতে পারেন, তা নিয়ে চলছে প্রতিযোগিতা। একই উন্মাদনা কেক পেস্ট্রিতেও দেখা যাচ্ছে।
বিভিন্ন দলের পতাকা, জার্সি বা তারকা খেলোয়াড় অঙ্কিত কেকের কদর দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরের বাজারে। আর এখানেও চলছে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিযোগিতা।
চট্টগ্রাম নগরের কিংস কনফেকশনারি, ওয়েল ফুডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী বিভিন্ন দলের পতাকার রঙের কেক তৈরি করছে। সাধারণত কার্যাদেশ নিয়ে এসব কেক তৈরি করা হচ্ছে। পাশাপাশি কার্যাদেশ ছাড়াও কেক বানিয়ে দোকানে বিক্রির জন্য রাখা হচ্ছে।