নতুন কিছু আপডেট এসেছে গুগল ওয়ার্কস্পেসে। এরমধ্যে জিমেইল সার্চ ফলাফলে নতুন কিছু ইমপ্রুভ করা হয়েছে। ব্যবহারকারী ওয়েবে ই-মেইল সার্চ করার সময় নতুন আপডেটের ফলটি পাবেন বলে জানানো হয় গুগলের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এখন থেকে জিমেইল সার্চের ফল আরও বেশি প্রাসঙ্গিক এবং কনটেক্সচুয়াল হবে।
এছাড়া গুগল শিটে একটি ফিচার যোগ করা হয়েছে। এখন থেকে টেবিলের সাইড প্যানেলটি ব্যবহারকারী ইচ্ছেমতো রিসাইজ করতে পারবেন। এতে কোনও পিভট টেবিলে কলামের নাম যদি অনেক বড় হয় বা কোনও ফিল্ড যদি অনেক বড় হয় তাহলে ব্যবহারকারী তার সুবিধা মতো রিসাইজ করে নিয়ে পুরো টেক্সট পড়তে পারবেন।