You have reached your daily news limit

Please log in to continue


‘পর্নোগ্রাফিক’ ডিপফেইক অপরাধ চিহ্নিত হচ্ছে যুক্তরাজ্যে

অনুমতি ছাড়া কারও ‘পর্নোগ্রাফিক’ ডিপফেইক অপরাধ হিসেবে চিহ্নিত করার দিকে এগুচ্ছে যুক্তরাজ্য। এর আওতায় আসছে অনুমতি ছাড়া কারো ‘ডাউনব্লাউজ’ ছবি শেয়ার করার বিষয়টিও।

পর্নোগ্রাফিক ডিপফেইক বলতে ছবি বা ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার ব্যবহার করে ‘যৌনতাপূর্ণ’ উপস্থাপন এবং ডাউনব্লাউজ বলতে কোনো নারীর বুক আংশিক উন্মুক্ত অবস্থা বোঝায়।

নতুন আইন বলছে, এ ধরনের ছবি শেয়ার করার বেলায় ছবিতে উপস্থাপিত ব্যক্তির অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে।

অনলাইন সুরক্ষা আইন সংশোধন করে এ ধরনের অপরাধীকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীরা এখন আরও বেশি ক্ষমতা পাবেন বলে দাবি করেছে দেশটির সরকার।

নতুন প্রস্তাবনার অধীনে, অনুমতি ছাড়া পর্নোগ্রাফিক ডিপফেইক শেয়ার করলে কারাদণ্ড হতে পারে। গোপন ক্যামেরা’সহ কারও অনুমতি ছাড়া ছবি তোলা বা রেকর্ড করে, এমন যন্ত্র স্থাপন ঠেকাতেও নতুন আইনটি ব্যবহার করতে চায় দেশটির বিচার মন্ত্রণালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে যুক্তরাজ্যের বিচার সচিব ডমিনিক রাব বলেছেন, যারা নারী ও মেয়েদের নিপীড়ন করে বা ভয় দেখায়, তাদের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়ার সুযোগ দেবে এই সংশোধিত আইন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন