যশোরের বেনাপোলে যাত্রীবাহী ভ্যান থেকে ১ কেজি ওজনের ৯ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
আজ রোববার ভোররাত সাড়ে ১২টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের কাছে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী দ্য ডেইলি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভ্যানের ভেতর স্বর্ণ লুকিয়ে ভারতে পাচার করা হচ্ছে। বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালালে ভ্যানচালক মিলন ওরফে ছোট বাবু মোটরচালিত ভ্যানটি ফেলে পালিয়ে যান।'
'ভ্যান থেকে ১ কেজি ওজনের ৯ স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছোট বাবুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে,' যোগ করেন তিনি।