সুকেশ চন্দ্রশেখরের বিষয়ে জবানবন্দি দিলেন জ্যাকলিন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১০:৫৫

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ২০০ কোটি টাকার অর্থ জালিয়াতি মামলায় গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন।  


শনিবার (২৬ নভেম্বর) আদালতে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার (ইওডব্লিউ) কাছে নিজের বিবৃতি রেকর্ড করেছেন অভিনেত্রী। বিবৃতিতে জালিয়াতি মামলায় কারাবন্দী কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন তিনি।


তাঁর বক্তব্য ফৌজদারি কার্যবিধির ধারা ১৬৪ (স্বীকারোক্তি এবং বিবৃতি রেকর্ডিং) এর অধীনে রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জ্যাকলিন এবং কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত মানি লন্ডারিং মামলার শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে পাতিয়ালা হাউজ আদালত। এর আগে, ১৫ নভেম্বর জ্যাকলিনকে জামিন দেন আদালত।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি জ্যাকলিনকে অভিযুক্ত করে তাদের দ্বিতীয় সম্পূরক চার্জশিট দাখিল করেছে। গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে গ্রেফতার করা থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয় আদালত। জ্যাকলিন এবং আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি মামলায় সাক্ষী হিসেবে তাদের বক্তব্য রেকর্ড করেছেন। এর আগে, জ্যাকলিনের ৭.২ কোটি টাকার সম্পত্তি এবং স্থায়ী আমানত ইডির তালিকাভুক্ত করা হয়েছিল। অভিনেত্রীর সম্পত্তিগুলো ও সুকেশের দেওয়া উপহারগুলোকে অপরাধের আয় হিসেবে অভিহিত করেছে তদন্ত সংস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us