বিদেশি সংস্থার সহায়তা প্রশ্নে নতুন আইন সামনে নিয়ে এসেছে মিয়ানমার সরকার। আইনটির কারণে দেশটিতে বিদেশি সহায়তা পৌঁছানো কষ্টকর হয়ে যাবে বলেই মত বিশেষজ্ঞদের।
নতুন ওই আইনে জান্তা সরকারের কালো তালিকায় থাকা গোষ্ঠীগুলোর সঙ্গে সহায়তাকারীদের ‘প্রত্যক্ষ বা পরোক্ষ’ যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে। এতে করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহায়তা পাঠানো অনেকটাই কঠিন হয়ে উঠবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত মিয়ানমারে পাঁচ কোটি ২০ লাখ ডলারের সহায়তা পাঠিয়েছে ইইউ।
নতুন আইনটি কী?
নতুন ওই আইনকে বলা হচ্ছে ‘সংস্থা নিবন্ধন আইন’। নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক সহায়তা সংস্থার একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, মিয়ানমারে কীভাবে সহায়তা পাঠানো হবে, আইনটি তাতে প্রভাব ফেলবে এবং স্থানীয় সংস্থাগুলো কীভাবে বিদেশি সংস্থার সঙ্গে কাজ করবে, তা-ও সীমিত করবে এটি।