এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে বড় পরীক্ষামূলক অভিযানে মহাকাশে ভাসমান অবস্থায় চন্দ্রপৃষ্ঠের কয়েকটি ‘চমকপ্রদ’ ছবি শেয়ার করেছে নাসা’র মহাকাশযান ওরিয়ন।
এই মাসের শুরুতে আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে চাঁদের কাছাকাছি এই মহাকাশযান পাঠায় নাসা। চাঁদে মানুষ পাঠানোর আগে ক্যাপসুল ও রকেট, দুটো’র বেলাতেই একে বিশাল পরীক্ষা হিসেবে দেখছে নাসা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির প্রত্যাশা, পরীক্ষাটি সফল হলে এর পর চাঁদ, এমনকী সৌরজগতের দূরবর্তী স্থান, মঙ্গল গ্রহেও মানুষ নিয়ে যাবে ক্যাপসুলটি।