পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তাঁর জীবনের হুমকি রয়েছে। তবে আহত থাকা সত্ত্বেও তিনি জাতির জন্য রাওয়ালপিন্ডিতে যাচ্ছেন।
ইমরান খানকে উদ্ধৃত করে পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জানানো হয়েছে, 'জাতি আমার জন্য রাওয়ালপিন্ডিতে আসবে'।
পিটিআই চেয়ারম্যান বলেছেন, (পাকিস্তানে) সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না তিনি।
ইমরান খান আরো বলেছেন, আমি চাই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক। দুর্নীতিবাজ দুই মাফিয়া দেশ (পাকিস্তান) দখল করেছে; তাদের একজন জারদারি এবং অন্যজন শরিফ।
এদিকে পিটিআই মহাসচিব আসাদ উমর এক টুইট বার্তায় জানিয়েছেন, পুরো পাকিস্তান থেকে গাড়িবহরগুলো রাওয়ালপিন্ডিতে আসতে শুরু করেছে। রাওয়ালপিন্ডিতে 'ঐতিহাসিক' সমাবেশ হবে বলেও মনে করেন তিনি।