যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় খুব বেশি প্রভাব পড়বে না

বণিক বার্তা প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১১:৩৭

চিপ উৎপাদনে প্রযুক্তিসহ অন্যান্য যন্ত্রাংশ সরবরাহে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে জানিয়েছে চীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু। খবর টেকটাইমস।


সম্প্রতি তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান। এ বিষয়ে সিএনবিসি প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র অক্টোবরে রফতানি নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে চীনের চিপ উৎপাদনকারীদের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সেমিকন্ডাক্টরের পাশাপাশি উৎপাদনে ব্যবহূত যন্ত্রাংশ ও প্রযুক্তির সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়।


আয়োজিত পর্বে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইদুর স্বচালিত গাড়ি ব্যবসার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্লাউড কম্পিউটিং কতটা প্রভাবিত হবে সেটি জানতে চাওয়া হয়। বাইদুর এসব প্রকল্প উন্নত প্রযুক্তি এআইযুক্ত চিপনির্ভর। প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডউ শেন বলেন, নিকট ভবিষ্যতে এটি তেমন গুরুতর কোনো প্রভাব ফেলবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us