You have reached your daily news limit

Please log in to continue


২০ শতকের প্রথম ‘গণহত্যা’

ঊনবিংশ শতকের শেষ দিকে নামিবিয়া ছিল জার্মান ঔপনিবেশিক শাসনের অধীনে। তখন দখলদার জার্মান সেনাবাহিনী দুবার অভিযান চালিয়ে হত্যা করে প্রায় এক লাখ নিরীহ আদিবাসীকে। যারা ছিল মূলত নামিবিয়ার হেরেরো, সান ও নামা সম্প্রদায়ের। স্বাধীনতাকামী এ দুই সম্প্রদায়কে বিলীন করে দেওয়া এই হত্যাকাণ্ড ২০ শতকের ‘বিস্মৃত গণহত্যার’ স্বীকৃতি পায়। লিখেছেন নাসরিন শওকত

ইতিহাস কথা বলে

জেফতা এনগুহেরিমো মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন। নামিবিয়ার গণহত্যার শিকার হেরেরো সম্প্রদায়ের ন্যায়বিচার নিশ্চিতের জন্য লড়ছেন। থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। নামিবিয়ার ওমবুয়োভাকুরা গ্রামে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা। জেফতা তার সম্প্রদায়ের ন্যায়বিচার পাওয়া উচিত এটা গভীরভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে সেই জার্মানদের সঙ্গেও পুনর্মিলনে বিশ^াস হবে এটাও মানেন, যারা একসময় হাজারো হেরেরো, নামা ও সান আদিবাসী সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছিল। জেফতা তার পূর্বপুরুষদের ওপর ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের গল্প না জেনেই বেড়ে উঠেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন