বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও, কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকরা এখনো সমাজে অবহেলিত। তবে প্রচলিত ধারণা পাল্টে দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষক শাজাহান আলি বাদশা।
উপজেলার বক্তারপুর গ্রামের প্রান্তিক কৃষক পরিবারের সন্তান বাদশা লেখাপড়া শেষ করে চেয়েছিলেন চাকরি করতে। পরিবারের দারিদ্র্যতার কারণে ছাত্রজীবনেই তাকে কাঁধে তুলে নিতে হয়েছিল লাঙ্গল-জোয়াল।
প্রয়োজনের তাগিদে কৃষি কাজ শুরু করলেও, উদ্ভাবনী কৃষি তাকে সমৃদ্ধির পথে পরিচালিত করে। তাই চাকরির কথা না ভেবে নিজেকে কৃষির সঙ্গেই সম্পৃক্ত রেখেছেন।
প্রায় ৪ যুগের কৃষিকাজ শাজাহান আলিকে এনে দিয়েছে সাফল্য। পাশাপাশি পেয়েছেন সম্মাননা, রাষ্ট্রীয় পদক। দেশের কৃষকদের জন্য আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে শাজাহান আলি বাদশা এআইপি পদক (কৃষিতে সর্বোচ্চ সম্মাননা অ্যাগ্রিকালচার ইম্পরট্যান্ট পারসন) অর্জন করেছেন।