সবচেয়ে বেশি বয়সী কুকুর

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১৩:২০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা অ্যালেক্স উলফের (৪০) জন্য ২২ নভেম্বর দিনটি ছিল অন্য রকম। কারণ, এদিন তাঁর পোষা কুকুর জিনো উলফ পেয়েছে অনন্য এক স্বীকৃতি। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি।


২০০০ সালের ২৪ সেপ্টেম্বর জিনো উলফের জন্ম। ২০০২ সালে কলোরাডোর হিউমেইন সোসাইটি অব বোল্ডার ভ্যালি থেকে কুকুরছানাটি নেন অ্যালেক্স। কুকুরছানাটি বাড়িতে এনে তিনি নাম দেন জিনো উলফ। গত মঙ্গলবার কুকুরটি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুরের স্বীকৃতি পেয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে, কুকুরটির বয়স ২২ বছর ৫৯ দিন। অ্যালেক্সের মতে, স্বাস্থ্যকর ও সুষম খাবার, সুচিকিৎসায় দীর্ঘ জীবন পেয়েছে জিনো।


অ্যালেক্স উলফ বলেন, ‘বিগত তিন বছর আমি তার (জিনো উলফ) অনেক যত্ন নিয়েছি। বয়সের তুলনায় এখনো সে যথেষ্ট সবল আর দেখতেও সুন্দর। বয়সের সঙ্গে তুলনা করলে এটা সত্যি অবাক করার মতো বিষয়। এর সব কৃতিত্ব তার। সে অনেক শক্ত–সমর্থ। অফুরান ভালোবাসা পেয়েছে সে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us