চীনের ঝেংজুতে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় পুলিশ শ্রমিকদের পিটিয়েছে, এ অভিযোগে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছেন। এমনকি শ্রমিকদের মিছিলেও দাঙ্গা পুলিশ হামলা চালিয়েছে। শ্রমিকদের মিছিল ও তাতে পুলিশের হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
আইফোন কারখানা পরিচালনা করে ফক্সকন নামের একটি কোম্পানি। গত মাসে ঝেংজুতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ফক্সকন কারখানা বন্ধ করে দেয়। এতে অনেক শ্রমিক চাকরি ছেড়ে বাড়িতে চলে যান। তখন কারখানা কর্তৃপক্ষ আকর্ষণীয় বোনাসে নতুন শ্রমিক নিয়োগ দেয়। খবর বিবিসির।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ শ্রমিকেরা ‘আমাদের অধিকার রক্ষা করতে হবে’—এ ধরনের নানা স্লোগান দিচ্ছেন। আবার অনেক শ্রমিককে দেখা যায়, নজরদারির জন্য যেসব সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, সেগুলো ভাঙছেন।