চার তরুণীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুললেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের জলন্ধরে। অভিযোগকারী ব্যক্তি চামড়ার কারখানায় কাজ করেন। তার অভিযোগ, তাকে চার তরুণী একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়।
তাকে মাদকাসক্ত করে এই কাজ করা হয় বলে তার অভিযোগ। এরপর সেই জঙ্গলেই নাকি তাকে ফেলেও দিয়ে চলে যায় চার তরুণী। ঘটনায় তিনি পুলিশে অভিযোগ জানাননি। তবে স্থানীয় মিডিয়ার কাছে তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই আবহে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
অভিযোগকারী জানান, তিনি বিবাহিত এবং একাধিক সন্তানের বাবা। তার কথায়, সোমবার রাতে ঘটনাটি ঘটে। একটি সাদা গাড়িতে তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে যায় চার তরুণী। নির্যাতিত ব্যক্তির দাবি, তার চোখ কাপড় দিয়ে বেঁধে রেখেছিল চারজন। এদিকে অভিযোগ দায়ের না হলেও পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ গোটা বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব নিয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।