শেখ হাসিনা সফটওয়্যার পার্কে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১৩:২৩

যশোরে কর্মসংস্থানের দুয়ার খুলে দিয়েছে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’। উদ্বোধনের তিন বছরে এই পার্কে দুই হাজারেরও বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা সংশ্লিষ্টদের।


২০১৭ সালের ১০ ডিসেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইটি পার্কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের আইসিটি খাতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকায় ১২ একরের কিছু বেশি জমিতে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ করতে সরকারের ব্যয় হয়েছে ৩১০ কোটি টাকা। তথ্য প্রযুক্তির এই বাণিজ্যিক কেন্দ্রটি এখন আশার বাতিঘর।


আইটি পার্কের কর্মী নাজমুল সাকিব বলেন, ‘আমরা এখানে বিভিন্ন অনলাইন মার্কেটের সঙ্গে আইটি সম্পর্কিত কাজগুলো করি। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের মতো প্রতিষ্ঠান চালু হওয়ায় আমার মতো তরুণ শিক্ষার্থী বা যাদের লেখাপড়া শেষ হয়ে গেছে, তাদের কর্মসংস্থান হচ্ছে। এই পার্কের মাধ্যমে আমাদের নিজেদের দক্ষতা বাড়াতে পারছি। সেই সঙ্গে নিজেরা আত্মনির্ভশীল হতে পারছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us