অর্থনীতিতে স্বস্তি ফিরেছে, বললেন পরিকল্পনামন্ত্রী

ডেইলি স্টার প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৬:০৮

দেশে মূল্যস্ফীতির প্রবণতা বর্তমানে নিম্নগামী উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, 'আমরা বলছি না এটা সন্তোষজনক। এটা নিম্নগামী। সেটা সন্তোষজনক। আর মজুরি হারবৃদ্ধির প্রবণতা ঊর্ধ্বগামী। এইটাও ভালো। মাত্রা অতটা নয়, কম। কিন্তু একটা নিম্নগামী, আরেকটা ঊর্ধ্বগামী। এটা ভালো লক্ষণ।'


আজ মঙ্গলবার একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


এমএ মান্নান বলেন, 'তা ছাড়া, আমাদের সন্তুষ্টি ভাবের আরেকটি ব্যাপার হলো আমাদের আবহমানকালের প্রধান ফসল আমন, এখন আর প্রধান নয়, তবুও কাছাকাছি প্রায়, সেই আমন মাঠে হলুদ হয়ে গেছে প্রায়। কাটা শুরু হয়ে গেছে এবং চমৎকার ফসল হবে বলে আমাদের ধারণা। এটা মুদ্রাস্ফীতির জন্য গ্রেট নিউজ। মুদ্রাস্ফীতি দাবানোর জন্য সরবরাহ খুব গুরুত্বপূর্ণ। সেই সরবরাহের দিক থেকে প্রায় ২ মিলিয়ন টন খাদ্য আমাদের গুদামে আছে, কয়েক বিলিয়ন টন মাঠে আছে, এটা খুব ভালো খবর।'


'এ ছাড়া, আজকে আমাদের কৃষিমন্ত্রী বললেন, গত কয়েক বছরে সবজি উৎপাদন ৬ গুণ বেড়েছে। শুধু পরিমাণ নয়, বিভিন্ন ধরনের, যেগুলো আগে আমাদের পূর্ব-পুরুষরা চিন্তাও করেননি, যেমন: ব্রকলি, মাশরুম ইত্যাদি। এ ছাড়া, দেশজ ফলে এখন আমরা আম-কাঁঠালের বাইরে যাচ্ছি। সবচেয়ে আশ্চর্যজনকভাবে হয়েছে ড্রাগন ফল। এটা একেবারে ভরে যাচ্ছে। এটা সার্বিকভাবে আমাদের খাদ্য তালিকায় পুষ্টি, খাদ্য তালিকায় এটার উপস্থিতি, এটাও চূড়ান্তভাবে গিয়ে মুদ্রাস্ফীতিতে আঘাত করে। এ ছাড়া, মুরগি, ডিম, দুধ, গরুর মাংস, ছাগলের মাংস ইত্যাদির পরিমাণ যেকোনো সময়ে তুলনায় বেড়েছে এবং বাজারে আসছে। সরবরাহ ব্যবস্থা খুবই চমৎকার এবং এখনো আছে। এগুলো ভালো লক্ষণ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us