শিশু সাহিত্যিক আলী ইমাম আর নেই।
সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বর্ষীয়ান এ সাহিত্যিকের ছেলে ডা. অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা স্ট্রোকসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ১০ দিন আগে তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
দাফনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।