বিস্ফোরক উদ্ধারের জেরে গোপালপুর পৌর বিএনপির কার্যালয় বন্ধ, বিএনপির দাবি, ‘সাজানো নাটক’

প্রথম আলো প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ১২:৪৪

দলীয় কার্যালয়ের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেল ও পেট্রলবোমা উদ্ধারের জের ধরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির কার্যালয় বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে কার্যালয়টি বন্ধ করে দেয় লালপুর থানা-পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।


নাটোরের বিএনপি নেতাদের দাবি, রাজশাহীর আসন্ন বিভাগীয় সমাবেশ উপলক্ষে এই ঘটনা আওয়ামী লীগ ও পুলিশের ‘সাজানো নাটক’।


লালপুর থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালপুর বাজারসংলগ্ন পৌর বিএনপির কার্যালয়ে আসে। কার্যালয়টির সামনের সড়কের পাশের বটগাছের নিচে ময়লা–আবর্জনার মধ্যে একটি ব্যাগ কুড়িয়ে পায় তারা। ব্যাগের ভেতর থেকে কালো স্কচস্টেপে মোড়ানো চারটি ককটেলসদৃশ কৌটা ও পেট্রলভর্তি দুটি বোতল উদ্ধার করে পুলিশ। এ সময় তারা কার্যালয়টির ভেতরের টেবিল-চেয়ার ও নেতাদের ছবি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা পৌর বিএনপির কার্যালয়টি বন্ধ করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us