মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে হেরে গেছেন দেশটির বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ। গতকাল শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী সেই নির্বাচনে নিজের আসন থেকে হেরে গেছেন।
৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদের এই পরাজয়কে তার সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দুই দফায় দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। তবে শনিবারের নির্বাচনে নিজের লংকাউয়ি আসনে চতুর্থ হয়েছেন তিনি। ওই আসনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে জিতেছেন মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ।