হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল। শুক্রবার (১৮ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অভিনেত্রীর ছেলে হোসাং গোভিল তাবাসসুম তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
হোসাং গোভিল জানান, গত রাতে ৮.৪০ মিনিটের দিকে একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি একেবারে সুস্থ ছিলেন। ১০ দিন আগে অনুষ্ঠানের জন্য শুটিংও করেছেন অভিনেত্রী এবং পরের সপ্তাহে আবার শুটিং করার কথা ছিল। হঠাৎ করেই এভাবে চলে গেলেন তিনি।