পারমাণবিক অস্ত্রের জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দেওয়া হবে: যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ২২:১৮

যুক্তরাষ্ট্রের ‘হুমকির’ জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। গতকাল শুক্রবার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর কয়েক ঘণ্টা পরেই দেশটির নেতা এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। খবর আল–জাজিরার।


উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পিয়ংইয়ংয়ের সব৴শেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনা করতে আগামী সোমবার জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে বৈঠকে আহ্বান জানাবে নিরাপত্তা পরিষদ।


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ওই ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার দাবি, হোয়াসং-১৭ ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র’।


আজ শনিবার কেসিএনএর খবরে বলা হয়, কিম জং–উন বলেছেন, ‘শত্রুরা যদি হুমকি দিতে থাকে, তাহলে আমাদের দল ও সরকার এর শক্ত জবাব দেবে। পারমাণবিক অস্ত্রের জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দেওয়া হবে। শত্রুদের সংঘাতের জবাব সর্বাত্মক সংঘাতের মাধ্যমে দেওয়া হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us