রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, চার শিশুসহ নিহত ৯

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১৬:৫৪

রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপের একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান শনিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে সাখালিনের তিমোভস্কোয় শহরে এ বিস্ফোরণ ঘটে।


তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া, এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।


দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ১৯৮০’র দশকে নির্মিত।


রুশ সংবাদমাধ্যমগুলোকে গভর্নর ভ্যালেরি আরও বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us